বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন

বরিশালে লকডাউন কার্যকর করতে নগরের পথে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেছে-ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে কঠোর অবস্থানে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। বুধবার(১৪ এপ্রিল) ভোর ৬ টা থেকে বরিশাল নগরীর প্রবেশদ্বার রপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ দপদপিয়া জিরো পয়েন্ট, কালিজিরা বাজার, গড়িয়ারপার এবং রহমতপুর এলাকার রামপট্রি বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর তল্লাশি ও যানবাহন চলাচলে নজরদারি থাকায় বরিশাল নগরীর সড়কগুলো যান-বাহন সহ জনশূন্য হয় পরেছে। এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, সারাদেশে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার জনসাধারনকে রক্ষায় কঠোর লকডাউন ঘোষনা করেছে। এ লকডাউন কার্যকর করতে আমরা জিরো টলারেন্সে আছি। আমরা লক্ষ্য করছি যে মমানুষ বিভিন্ন অযুহাতে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করছে তাই আমাদের চেকপোস্ট গুলোতে তারা আটকা পরছে। তারা অযুহাত দেখিয়েও এক যায়গা থেকে অন্য যায়গায় যেতে পারছেনা।তবে সরকার ঘোষিত জরুরী সেবাগুলোতে আমরা বাধা দিচ্ছিনা ।সরকার আমাদের যে বিধি নিষেধ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশনায় লকডাউন কার্যকরে আমরা কঠোর অবস্থানে আছি।আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে পুলিশ। এ সময় আরও উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, এয়ারপোর্ট থানার এ এস আই সাইদুল ইসলাম, সার্জেন্ট রানা সহ পুলিশের অন্যান্য সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com