জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক তারেক শামসুর রেহমান মারা গেছেন। গতকাল শনিবার উত্তরার রাজউকের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরা অ লের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেছেন, তারেক শামসুর রেহমান উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের এক কর্মকর্তা জানান, তারেক শামসুর রেহমান ফ্ল্যাটে একাই ছিলেন। আজ অনেকে বেলা পর্যন্ত ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন। তারেক শামসুর রেহমানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।