বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এন আই খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এন আই খান ইন্তেকাল করেন বলে নিশ্চিত করেছেন তার ক্যালিফোর্নিয়াপ্রবাসী ছেলে সাদিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা গেছেন।’
এন আই খানের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। সাত সন্তানের জনক এন আই খান বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআইর সদস্যসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এন আই খানকে তার স্ত্রীর কবরের পাশে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা জানিয়েছেন তার ছেলে।