“সরকারি ঘরের আশায় তাহমিনা” শিরোনামে সংবাদটি গত ১৭ এপ্রিল দৈনিক খবরপত্র পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম সংবাদটি দেখে অসহায় তোহমিনার কাছে টিন,নগদ টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়ার তাহমিনার কুঁড়ে ঘরে গিয়ে ২ ব্যান্ড টেউ টিন, নগদ ৬ হাজার টাকা ও এক বস্তা খাদ্য সামগ্রী তোহমিনার হাতে তুলে দেন তাঁরা। এসময় হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, গত ১৭ এপ্রিল দৈনিক খবরপত্রে “সরকারি ঘরের আশায় তাহমিনা” শিরোনামে সংবাদ দেখতে পাই। জেলা প্রশাসকের যোগাযোগ করি এবং তোহমিনার জন্য একটা সরকারি ঘর বরাদ্দ করি। তোহমিনার সাথে যোগাযোগ করলে সে জানায় তার স্বামী নেই, তাকে তার ভিটাবাড়িতে ঘর করে দিতে হবে। এই বরাদ্দ আসতে সময় লাগবে, তাই তার বর্তমান ঘরটি মেরামত করার জন্য ২ ব্যান্ড ঢেউ টিন, মেরামতের জন্য নগদ ৬ হাজার টাকা এবং এক বস্তা খাদ্য সামগ্রী তাকে দিলাম। হাকিমপুর উপজেলার ১ নং খট্টা-মাধব পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, বর্তমান সরকার অঙ্গীকার করেছেন, দেশের একটিও মানুষ গৃহহীন থাকবে না। আমার ইউনিয়নের তোহমিনার একটি খবর দৈনিক খবরপত্রে দেখতে পাই। পরে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও তার জন্য টিন টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে গেলেন। এবং আগামীতে তোহমিনার জন্য একটি ঘর তৈরির ব্যবস্থা করা হবে। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এই তোহমিনার ঘরের জন্য আমার নিকট বক্তব্য নিয়েছিলেন। পরে দৈনিক খবরপত্রে সংবাদটি দেখতে পাই এবং ইউএনও’কে বিষয়টি বলি। আজ তার ঘর নির্মাণ করতে যা লাগে দিয়ে গেলাম।আশা করছি অল্প দিনের মধ্যে জায়গা আছে ঘর নাই, এই প্রকল্প আসলে তোহমিনাকে একটি ঘর করে দেওয়া হবে।