সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

গলাচিপায় বিভিন্ন দূর পাল্লার নৌ-শ্রমিক ও ঘাট লেবারদের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী)
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” শ্লোগানে পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায় মোকাবেলায় প্রথম ও দ্বিতীয় লকডাউন থাকায় বিভিন্ন পেশা-জীবি শ্রমিক, কূলী, মাঝি সহ সল্প আয়ের মানুষের মাঝে গতকাল সোমবার বেলা ২.৫০মিনিটে লঞ্চ ঘাট এলাকায় আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ। সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার, আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক মো. কাওসার তালুকদার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে, প্রধান মন্ত্রীর ত্রাণ সামগ্রী ৪০ জন শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১কেজি চিনি ও সাবান বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানায় নি¤œ আয়ের শ্রমিক, কূলী ও মাঝিদের মাঝে উপজেলা বিভিন্ন পর্যায়ে এই ত্রাণ সামগ্রী বিরতন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com