কক্সবাজারের মহেশখালী কালারমারছড়ার চিকনীপাড়া বাজারে আগুন লেগে ৭ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ২৫ এপ্রিল রবিবার দিনের বেলায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনার পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিমের মালিকানাধীন মার্কেটে বৈদ?্যুতিক শর্টসার্কিট হয়ে আগুণের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা। এতে ৭টি দোকানদার ও মালিকেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভস্মীভূত দোকানগুলোর মধ্যে মনজুর আলম ও আবু ছিদ্দিকের ২ টি ফার্মেসী, নূর কবির ও কফিল উদ্দিনের ২ টি মুদির দোকান, আব্দুল্লাহ আল মামুনের ১ টি কূলিং কর্ণার, আনচারুল করিমের একটি পান- সোপারীর গোডাউন এবং জুয়েল কবিরের ১ টি ইলেক্ট্রনিকের দোকান ছিল। ক্ষতিগ্রস্ত ফার্মেসী মালিক মনজুর আলম জানান, আমার দোকানে নগদ ৭ লক্ষ টাকা সহ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল ছিল। তবে আগুণ নিয়ন্ত্রকের ফায়ার সার্ভিসের একটি ইউনিট যদিও মহেশখালীর একেবারে দক্ষিণ পাশে না হয়ে মধ্যখানে থাকলে আজ আমাদের এমন করুন দশা হত না। যেহেতু ফায়ার সার্ভিসের ইউনিটটি রয়েছে প্রায় ১৯কিলোমিটার দূরে! তাই এমন অনাকাক্সিক্ষত ঘটনা থেকে রক্ষা পেতে আমরা উত্তরাংশে একটি ফায়ার সার্ভিসের ইউনিট স্থাপনের জোর দাবী জানাচ্ছি। অপরদিকে ৭ টি দোকানে সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকার মতো মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। একদিকে ভয়াবহ করোনা এবং অন্যদিকে পবিত্র মাহে রমজান এমন সংকট সময়ে আমাদের এই দূরাবস্তা নিয়ে আমরা খুবই শঙ্কিত। আমরা সংশ্লিষ্ট প্রাশসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভস্মীভূত হওয়া দোকানদার ও মালিকের নিকট উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা সরূপ খাদ্যদ্রব্যসহ খোঁজ নিতে আমি নিজেই উপস্থিত হয়েছি।