রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নওগাঁর রাণীনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জিআর (অর্থ) ও ভিজিএফ (অর্থ) দু:স্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরন করা হচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৪হাজার মানুষকে ৫শত টাকা ও ৮হাজার ৭শত ৪১জনকে ৪৫০টাকা করে উপহার প্রদান করা হচ্ছে। ধারাবাহিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নেই এই উপহার বিতরন করা হবে। মঙ্গলবার সদর ও কালীগ্রাম ইউনিয়নে এই উপহার বিতরন করা হয়। প্রথমে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদ (সদর) প্রাঙ্গনে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল। খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সহকারি কমিশনার (ভ’মি) রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রমুখ। এছাড়াও পরে ধান কাটা শ্রমিকদের মাঝেও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল বলেন করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষরা যেন ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজের তহবিল থেকে এই উপহার পাঠিয়েছেন। আমরা সেই উপহারগুলো প্রকৃত প্রাপ্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমিক ভাবে সকল ইউনিয়নে এই উপহারগুলো বিতরন করা হবে। বিতরনের ক্ষেত্রে বিন্দুমাত্র অনিয়ম বরদাস্ত করা হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com