দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশের ২ হাজার ৯৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ দিনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত বছর মার্চে দেশে কভিড-১৯ রোগী শনাক্তের পর থেকে এই প্রথম এত কম সময়ের ব্যবধানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হলো।
সর্বশেষ শনাক্তসহ দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৫৪ হাজার ৬১৪। সর্বশেষ ৭৭ জনসহ বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩০৫।
গত বছরের ৮ মার্চ দেশে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানা যায়। এর ১০ দিন পরই ভাইরাসটিতে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শুরুতে সংক্রমণের হার ছিল কম। এরপর মে মাসের মাঝামাঝি সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। পরে সংক্রমণ নি¤œমুখী হলেও নভেম্বর-ডিসেম্বরে কিছুটা বাড়ে। সর্বশেষ চলতি বছরের মার্চে সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু হয়। তবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের সংক্রমণের তীব্রতা অনেক বেশি। বিশ্বজুড়েই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আগের চেয়ে বেশি প্রাণঘাতী রূপে ধরা দিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।