ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে গাজীখালি নদী ভরাট করে মাটির লিক(রাস্তা) নির্মাণ করে মাটির ব্যবসা পরিচালনা করার দায়ে মোশারফ হোসেন নাম এক কথিত যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(২৯ এপ্রিল)দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তরা হালদার। মোশারফ হোসেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মান্নান হোসেনের ছেলে। এসময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, মোশারফ হোসেন নদী ভরাট করে রাতেঁর আঁধারে মাটির ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগে পাই। আজ আমি নিজে ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা পাই। এজন্য মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয় এবং নদীর বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়।মোশারফ ৫০ হাজার টাকা জরিমানা নগদ পরিশোধ করায় এবং পরিবর্তিতে এমন কাজ করবে না বলে বুচলেকা দেওয়ায় তাকে দেড়ে দেওয়া হয়।