বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট পৌরসভার কর্মহীনদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ,সরদার সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব,সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিবুল হক নজু,আওয়ামীলীগনেতা সরদার বদিউজ্জামান,এ্যাড: অজিয়ার রহমান পিকলু,শেখ সেলিম রেজা,শেখ বশিরুল ইসলাম,মো: মনি মল্লিক,অম্বরীশ রায়, রতন নন্দী,জেলা যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,এ্যাড: শরিফা হেমায়েত,তানিয়া খাতুন,ডাব্লু সরদার,খান আবু বক্কার,তৈহিদুর রহমান জনিসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই দিন বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের একশ ১৫০ জন কর্মহীন পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।