সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা কৃষি অফিসের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাঠ পর্যায়ে কম্বাইন হাভেস্ট মেশিনের সাহায্যে ধান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ০২ মে রোজ রবিবার সকাল সাড়ে এগারোটায় ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের সামনে ‘কৃষি যন্ত্রপাতি বিতরণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ । এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম। উপস্থিত ছিলেন, জুনিয়াদহ ইউনিয় চেয়ারম্যান মোঃ শাহেদ আহমেদ শওকতসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতা কৃষক এবং কৃষি নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তারই বাস্তবতা হলো কৃষি খাতে কম্বাইন হাভেস্ট মেশিন ব্যবহার করা। তিনি আরো বলে, আমরা বাংলাদেশের মানুষ চৌদ্দ থেকে পনেরো বছর আগের কথা ভাবি, তাহলে দেখবেন তেমন প্রযুক্তির ব্যবহার করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার মতোই বাংলাদেশের কৃষক এবং কৃষি খাত নিয়ে ভাবেন কীভাবে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায়। কম্বাইন হাভেস্ট মেশিন কম্বাইন হাভেস্ট মেশিনের সাহায্যে প্রথম ভেড়ামারা উপজেলার জুনিাদহ ইউনিয়নের ঠাকুর দৌলতপুর মাঠে ধান কাটা শুরু হয়েছে। তবে কৃষকরা জানান যে, তারা মেশিন দিয়ে কাটতে পেরে খুব খুশি কৃষকরা।