মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

ভূ-উপরিস্থ জলাধার নিশ্চিতে পদ্মা-গঙ্গা ব্যারেজের বিকল্প নেই : পানি সচিব

বাসস :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১

‘কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভূ গর্ভস্থ ও পানীয় জলের সংকট নিরসনে সারফেস ওয়াটার বা উপরিভাগের জলাধার সংরক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ইতোমধ্যে পদ্মা-গঙ্গা ব্যারেজ স্থাপনের সকল সম্ভাব্যতা যাচায়ে দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। সম্ভাব্যতা যাচায় শেষে বিশেষজ্ঞের দেয়া প্রতিবেদন ও মডিউল অনুযায়ী পদ্মা-গঙ্গা ব্যারেজ স্থাপনের কাজ হাতে নেয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বিশেষ নির্দেশনা দিয়েছেন’। এভাবেই বলছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
গতকাল শুক্রবার বেলা ১২ টায় কুষ্টিয়া সদর উপজেলার মহানগর ট্যাকে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের সাইট অফিস নির্মাণের ভিত্তিস্থাপন উদ্বোধন শেষে এসব কথা বলেন।
সচিব বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজারে খনন বাস্তবায়নের মধ্য দিয়ে যে সব ভুমি পূনরুদ্ধার হচ্ছে সেখানে যাতে অবৈধচক্রের অপরিকল্পিত বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। অর্থাৎ গড়াই খনন প্রকল্প বাস্তয়নের মাধ্যমে নদীর আশপাশ এলাকায় সম্পন্ন হওয়া কোন উন্নয়ন যেন কেউ ভেস্তে দিতে না পারে সেটা নিশ্চিত করতে এখানে স্থায়ীভাবে দেখভালের জন্যই সাইট অফিস নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সায়েদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল ওহাব, গড়াই খনন প্রকল্পের পরিচালক মনিরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী(ড্রেজিং) আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী ফরিদপুর আব্দুল হেকিম, পানি উন্নয়ন কুষ্টিয়ার নির্বহী প্রকৌশলী আফছার উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) তাজমীর হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী আলী আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com