মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

গজারিয়ায় অসহায় পরিবারে মাঝে ঈদ সামগ্রী উপহার

শাহাদাত হোসেন সায়মন গজারিয়া :
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

পবিত্র মাহে রমজান ও কোভিড-১৯ এর লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বাউশিয়া ইউনিয়নে উদ্যোগে নয়টি ওয়ার্ডে শাড়ী, লুঘি ও ঈদ খাদ্য সামগ্রী প্রদান করলেন এ্যাড. মৃনাল কান্তি দাস এম.পি। বাউশিয়া ইউনিয়নে পরিষদ চেয়ারম্যানের মিজানুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এডভোকেট মৃনাল কান্তি দাস এম, পি মহোদয় মুন্সীগঞ্জ ০৩ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়াম্যান, মোঃ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি।উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক আসাদুজ্জামান, বাউশিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি বজলুল রহমান, বাউশিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারোয়ার বিপ্লব, মামুন প্রধান মেম্বার,।গজারিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিল। বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত ০৯টি ওয়ার্ডে গ্রামে অসহায় দরিদ্র পরিবারে মাঝে ৯০০ জনকে শাড়ী, লুঘি ও সহায়তা প্রদান করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে টেংগারচর ইউনিয়নের এক হাজার ৫শত অসহায়, -দুস্থ, নিম্নআয়ের পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার।সোমবার সকালে প্রথম দফায় ইউপি চেয়ারম্যানের নিজ বাড়ি প্রাঙ্গণে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৬ শত অধিক পরিবারকে ঈদ সামগ্রী খাবার বিতরণ করা হয়। বিকেল তিনটায় ভাটেরচর সহ অন্যান্য ওয়ার্ডে ইউপি সদস্যদের উপস্থিতিতে ৯ শত পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে । ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন জানান নিজস্ব অর্থায়নে ব্যক্তি উদ্যোগে এলাকাবাসীর অসহায় সাধারণ মানুষের কল্যাণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ বিলিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর মধ্যে ইউপি সদস্য ও নিজস্ব স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে গ্রামভিত্তিক অসহায় ও নিম্নআয়ের তালিকা করে ১৫ শত পরিবারকে ঈদ সামগ্রী খাদ্য বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ প্যাকেটে রয়েছে তৈল, চিনি, আটা, সেমাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com