বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

মুক্তিযোদ্ধাদের আর্থিক সংগতি সুসংহত করা এবং তাদের মধ্যে মেলবন্ধন তৈরীর লক্ষে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের নিচাবাজার এলাকায় চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মকসেদ আলী মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দেশের উচ্চতম সম্মানের স্থানে আসীন করেছেন। চাকুরীতে কোটা নির্ধারণ ছাড়াও তাদের জন্যে চিকিৎসা সুবিধা প্রদান ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ও উৎসব ভাতাকে বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। সরাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডারদের অফিস, মিলনায়তন নিয়মিত ব্যবহার করে তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি নব নির্মিত কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলার প্রায় দুই হাজার বর্গফুট করে জায়গা বাণিজ্যিকভাবে বিপনন কেন্দ্র হিসেবে ব্যবহার করে অসচ্ছল মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে উপকৃত হবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com