মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

ফটিকছড়িতে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ‘স্বাগতম’ এর উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ -এর শুভ উদ্ভোধন হয়েছে। গত রবিবার(২৩ মে) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন ব্যাংকের পরিচালক এম.এ কাশেম। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন। সুলতান মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক ফটিকছড়ি শাখার এভিপি, হেড অব ব্রাঞ্চ রেজাউল করিম, পাথরঘাটার হেড অব ব্রাঞ্চ মুহাম্মদ রফিকুল ইসলাম ও চম্পা কলি কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী আবু তাহের মিয়া। এসময় রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ সরওয়ার উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ হারুন, ব্যবসায়ী আবু সৈয়দ মিয়া, মুহাম্মদ ইসলাম, আহমদুল হক, হাবিবুল ইসলাম, চম্পাকলি, মুহাম্মদ মাঈনুদ্দিন, মোহাম্মদ শহিদুল আলম,সম্ভু তালুকদার, মঈন উদ্দিন, চৌমুহনী উপ-শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান, সায়েমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com