সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ মোকাবেলা করা হচ্ছে। ‘৭১ সালে যেমন নেতাকর্মীরা স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। এখনও প্রত্যেক নেতাকর্মীকে মানুষের জন্য কাজ করতে হবে।
বৃহস্পতিবার ভোলায় নিজস্ব অর্থায়নে জেলা সদরের ১০ হাজার পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণকালে নিজ বাসভবন ভিডিওকলে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী কতগুলো নির্দেশনা দিয়েছেন। যদি আমরা ওই নির্দেশনা অনুযায়ী পরিচালিত হই, আমরা আশা করছি দুর্যোগ মোকাবেলা করতে আমাদের কোনো অসুবিধা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি আঁধারের পর আলো আসবে আমাদের জীবনে।
এ সময় তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। মানুষকে এক জায়গায় এনে জড়ো করবেন না। ঘরে ঘরে গিয়ে ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দিবেন।
তোফায়েল আহমেদের বক্তব্যের পর ভোলার উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জহরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক গৌরাঙ্গ দে।
ভোলা-২ আসন এলাকায় আলী আজম মুকুল, ভোলা-৩ এলাকায় নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ সংসদীয় আসন এলাকায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বেও ত্রাণ কার্যক্রম চলছে।
এমআর