সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

গণহারে টিকা দেয়া ‘অগ্রহণযোগ্য ভুল’- নোবেলজয়ী ভাইরাস বিশেষজ্ঞ লুক মন্টাগনিয়ার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

ভাইরাস বিশেষজ্ঞ ফরাসি এবং নোবেল পুরস্কার বিজয়ী লুক মন্টাগনিয়ার বলেছেন, গণহারে করোনার টিকা দেয়া একটি অগ্রহণযোগ্য ভুল। এর ফলে করোনা ভাইরাসের বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট সৃষ্টি হচ্ছে। করোনা মহামারিকালে গণহারে টিকা দেয়াকে তিনি ‘অচিন্তনীয়’ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন- এটা হলো ঐতিহাসিক এক ভুল। এর ফলে বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছেন। তিনি ২০০৮ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। তার দেয়া একটি সাক্ষাৎকার ভাষান্তর করে প্রকাশ করেছে রেয়ার ফাউন্ডেশন ইউএসএ। এতে তিনি ওই মন্তব্য করেছেন। সম্প্রতি এ খবর দিয়েছে অনলাইন লাইফ সাইট নিউজ।
লুক মন্টাগনিয়ার বলেছেন, এটা মারাত্মক এক ভুল, তাই নয়কি? এটা একদিকে একটি বৈজ্ঞানিক ভুল। অন্যদিকে মেডিকেল দিক দিয়ে ভুল। এটা অগ্রহণযোগ্য এক ভুল। ইতিহাসের বইগুলো বলবে, এই গণহারে টিকা দেয়ার কারণে সৃষ্টি হয়েছে করোনার ভ্যারিয়েন্ট। অনেক মহামারি বিশেষজ্ঞ এ বিষয়টি জানেন এবং তারা এ বিষয়ে নীরব। তিনি বলেন, এই ভাইরাস তৈরি করে এন্টিবডি, যা আরো শক্তিশালীভাবে সংক্রমণের ক্ষমতা লাভ করে। যদিও ভাইরাসের ভ্যারিয়েন্ট প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে, তবু লুক মন্টাগনিয়ার বলেন, টিকাদান কর্মসূচি সেই প্রক্রিয়ায় গতি আনে। তিনি প্রশ্ন রাখেন- ভাইরাস কি করে? তারা কি মরে যায় নাকি অন্য কোনো সমাধানের পথ খোঁজে? এটা পরিষ্কার যে, টিকাদান কর্মসূচির মাধ্যমে এন্টিবডির মধ্যস্থতায় ভাইরাস থেকে নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়। তাই মহামারিকালে টিকা দেয়া একটি অচিন্তনীয় ব্যাপার। এতে মৃত্যু বাড়ে। তিনি বলেন, নতুন এসব ভ্যারিয়েন্ট হলো টিকাদানের ফল। প্রতিটি দেশের দিকে তাকান, দেখবেন টিকা দেয়ার পর সেখানে মৃত্যুর ঘটনা ঘটছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন থেকে ইউটিউবে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা লুক মন্টাগনিয়ারের পক্ষে যায়। তিনি সাংহাই জিয়াও তোং ইউনিভার্সিটির একজন প্রফেসর। তার সাক্ষাৎকার গ্রহীতা যুক্তি তুলে ধরেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, জানুয়ারিতে টিকাদান শুরু হয়েছে। তারপরই সংক্রমণ আবার বিস্ফোরণের মতো বৃদ্ধি পেয়েছে। মৃত্যুও বেড়েছে। বিশেষ করে এসবের শিকার হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ, যুবক। এ যুক্তির প্রতি তিনি সম্মতি জানান।-মানবজমিন অনলাইন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com