যৌতুক লোভী স্বামী ও সৎ মেয়ের পাশবিক নির্যাতনের পর কেটে নিয়েছে শিল্পি আরা জামান(৩২)-এর মাথার চুল। ভেঙে দিয়েছে পায়ের ঠ্যাং। ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রের ঈদ্গাহ বস্তি এলাকায়। জানা যায়,দিনাজপুর শহরের ৮নং উপশহরের বাসীন্দা মৃত মঞ্জুর মোর্শেদ- এর কন্যা মোছাঃ শিল্পী আরা জামান(৩২) -এর সাথে ১১ বছর পূর্বে দিনাজপুরের ঈদ্গাহ আবাসিক এলাকার মৃত হাজী শফিউদ্দীন এর পূত্র মোঃ মোস্তফা কামাল(৫৮) বিয়ে হয়। বিয়ে করার পর সুখে সংসারে থাকার এক পর্যায়ে ১টি মেয়ে মালিহা(৯) ও একটি পূত্র সন্তান ইউসুফ বাবু(৭) জন্মগ্রহণ করে।ঘর সংসার করাকালে ৫লাখ টাকা যৌতুকের জন্য শিল্পী আরা জামানকে প্রায় শারীরিক মানষিক নির্যাতন চালাতো। এমনকি যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করতো। গত ১৯/১০/২০২০ইং তারিখে রাত আনুমানিক ৯টার পর মোস্তফা কামাল ও তার বড় মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (২৮) মিলে শিল্পী আরা জামানকে কিলঘুষি ও চুলের মুঠি ধরে টানা হেছড়া করে, এমনকি মাথার চুল কেটে দেয় এবং লোহার রড দিয়ে বাম পা ভেঙে দেয়। দীর্ঘ ১ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একটু সুস্থ্য হতে না হতেই আবার পাশবিক নির্যাতন চালায়। তার পরেও মুখ বুজে সহ্য করে ২টি সন্তানের দিকে তাকিয়ে সংসার করতে থাকে। এরপরও থেমে থাকেনি নির্যাতনের মাত্রা। যৌতুকের জন্য প্রায় চাপ প্রয়োগ করতো আর নির্যাতন চালাতো। গত ৪/১১/২০২০ইং তারিখে সকাল ১০টার সময় আবার যৌতুকের টাকা আনতে বলে মোস্তফা কামাল। উক্ত নরপশু মোস্তফা কামাল স্ত্রীর মাথা ন্যাড়া করে দেয় এবং বাম পা ভেঙে দিয়েই ক্ষান্ত হননি। শিল্পী আরা জামানের কাছে থাকা চেকের পাতায় ফাঁকা স্বাক্ষর, ৩শত টাকার ৮টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এক পর্যায়ে শিল্পী আরা জামান জ্ঞান হারিয়ে ফেললে আশংকাজনক অবস্থায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি গত ১৪/১১/২০২০ইং তারিখে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হলে থানার পুলিশ পরিদর্শক(ওসি) সাহেব পুলিশ ফাঁড়ি পুলহাট তদন্তের জন্য নির্দেশ দেন। পুলিশ ফাঁড়ির এস আই সুমন বিষয়টি আসামীর কাছে মোটা অংকের টাকা খেয়ে ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখে। শিল্পী আরা জামান এ ব্যাপারে এ প্রতিনিধিকে আরো জানান, উক্ত এস আই সুমনের কাছে অনেকবার ধরনা দেওয়ার পরেও কোন সুরাহা করেননি। বরং এস আই সুমন বলেন, আপনার অভিযোগ অনেক দিন হয়েছে তাই তদন্ত করা সম্ভব নয়। শিল্পী আরা জামান নিরূপায় হয়ে গত ৬/৫/২০২১ইং তারিখে দিনাজপুর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে বাদীনিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মোস্তফা কামালের মুঠোফোন নম্বর ০১৭৭৬৮২৮১৩৬- এ যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে এস আই সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগটির বিষয়ে আমি জানি। এই অভিযোগটি নিয়ে আসামীর বাড়িতে বেশ কয়েকবার যোগাযোগ করেছি কিন্তু তাকে পাওয়া যায়নি। সে সময় তিনি ঢাকায় ছিলেন। তারপর আমি উক্ত বাদীনিকে আদালতে মামলা করার জন্য পরামর্শ দেই।