শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্থতিতে ক্রীড়া মোদি খেলোয়ারদের দেশে এবং বিশ্বে ক্রীড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। গতকাল গলাচিপা খেলার মাঠে উপজেলার ৫টি বালক অনূর্ধ্ব(১৭), ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে, প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে শুভউদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, পৌর আ’লীগ নেতা আবিদ হাসান রুবেল, উপজেলা শ্রমিক লীগ নেতা কাওসার তালুকদার, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী ও প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উজেলা মাধ্যমি শিক্ষা অফিসার মো. গেলাম মোস্তফা, সহযোগিতায় উপজেলা ক্রীড়া সধারণ সম্পাদক আবু বকর শিবলী। উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বেইস বেল্ট এবং বালকদের খেলায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া মোদি শিক্ষার্র্থীরা অংশ নেয়। খেলায় উৎসুক জনতা ও শিক্ষার্থী আনন্দো উপভোগ করে।