মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

নেত্রকোনায় বাড়ি জমি ছেড়ে ভিক্ষা করে ইউনুস আলী

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

জেলায় সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামের মৃত আব্দুল হাকিম মাস্টারের ছেলে প্রতিবন্ধী ইউনুস মিয়া(৪০)ওরফে (ইন্নস) বাড়ি জমি থাকা সত্বেও সে গ্রাম শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। এলাকাবাসী সুত্রে জানা যায়,মৃত আব্দুল হাকিমের ৩ ছেলে ও ৬ মেয়ের মধ্যে ইউনুস আলী সবার ছোট। প্রতিবন্ধী থাকায় সে সংসারের বুঝা হয়ে দাঁড়িয়েছে। ইউনুস আলীর বাড়ির জমি থাকার পরও ভাই ও বোনেরা তার ব্যায়ভার কেউ বহন করতে চায় না। ইউনুস আলীর বাড়িতে অগাদ সম্পত্তি থাকা সত্বেও অন্য ভাইয়েরা জুর পূর্বক ইউনুস আলীর ভাগের সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। ইউনুস আলী বাড়িতে থাকলে তাকে পাগল বলে শিকল দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করে। এমন কি অনেকবার ইউনুস আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতও করেছে তার ভাইয়েরা। এলাকাবাসী জানান এই নিয়ে ইন্নস মিয়া গ্রামে ও থানায় বেশ কয়েক বার অভিযোগ করেও সে সুবিচার পায়নি। ইউনুস আলী জানান,আমার ভাগের সম্পত্তি ভাইদেরকে লিখে না দিলে আমাকে মেরে ফেলবে, না হয় গুম করে ফেলবে। তাই এখন আমি ভয়ে ভবঘুরে জীবন যাপন করছি ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com