বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

তিউনিশিয়ার বিখ্যাত ইসলামিক স্কলার হিচেম ডাইয়েতের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়ার বিশিষ্ট ঐতিহাসিক ও ইসলামিক স্কলার হিচেম ডাইয়েত (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য বিবিসি ২ জুন জানিয়েছে, হিচেম ডাইয়েত ৬ ডিসেম্বর ১৯৩৫ সালে তিউনিশিয়ার তিউনিসে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা-চাচা ও আত্মীয়-স্বজনদের অনেকেই বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবি ছিলেন। ইসলামি আইন শাস্ত্র তথা ইলমে ফিকহের সঙ্গে ডাইয়েত পরিবারের সম্পর্ক সুগভীর। হিচেম ডাইয়েত সাদিকি কলেজে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়। তিনি সেখানে ফরাসি, বিশ্বসাহিত্য, পশ্চাত্য দর্শন, আরবি ও ইসলামিক স্টাডিজের ওপর বিশেষ জ্ঞান অর্জন করেন। সাদিকি কলেজ থেকে নেওয়া প্রশিক্ষণেই তাঁর আলোকিত চিন্তাধারা, নবজাগরণ ও আদর্শ সংস্কার করার সুযোগ পান। বিশিষ্ট ইসলামিক স্কলার হিচেম ডাইয়েত তিউনিশি বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটস প্রফেসর ছিলেন। এছাড়াও তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। তিনি ইউরোপিয়ান একাডেমির বিজ্ঞান ও কলা পরিষদের সদস্য ছিলেন।
তিনি ইসলাম ও আধুনিক দর্শন নিয়ে অনেক বই রচনা করেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হলো- ইউরোপ অ্যান্ড ইসলাম (১৯৭৮), দ্য গ্রেট ফিতনা (১৯৮৯), ইসলামিক কালচার ইন ক্রাইসিস : এ রিফ্লেকশন অন সিভিলাইজেশনস ইন হিস্টোরি (২০১১), দ্য লাইফ অফ মুহাম্মাদ : প্রিডিকেশন ইন মক্কা (২০১৪), দ্য লাইফ অফ মুহাম্মাদ : রিভিলেশন অ্যন্ড প্রোফেসি (২০১৪)। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি অনেক পুরস্কার ও সম্মাননা পান এবং অনেক বিভাগের দায়িত্ব পালন করেন। এর মধ্যে অন্যতম হলো- ১৯৮৯ : তিউনিশিয়ার জাতীয় মানবিক পুরষ্কার (তিউনিস)। ১৯৯৬১ : তিউনিশিয়া প্রজাতন্ত্রের আদেশের কমান্ডার পুরস্কার। ২০০৬ : সুলতান বিন আলী আল ওয়েস পুরষ্কার। (দুবাই)। ২০১২: তিনি তিউনিশিয়ার সাইন্স ও আর্টস একাডেমির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ : আরব বুক অ্যাওয়ার্ড (বৈরুত)। ২০১৭ : তিউনিশিয়ার কোমার ডি’অর পুরষ্কার (তিউনিস)। ২০১৮ : তিউনিশিয়ান বিশ্ববিদ্যালয় পদক (তিউনিস)। ২০১৮ : আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট পদক (প্যারিস)। ২০১৯ : তিউনিশিয়া প্রজাতন্ত্রের আদেশের গ্র্যান্ড অফিসার। আল্লাহ তাআলা বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবী হিচেম ডাইয়েতকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com