মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ১৯ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘন্টায় আমেরিকায় ২৪ হাজার ১৫৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং এক হাজার ২২৭ জন মারা গেছে। ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর হচ্ছে দেশটির করোনাভাইরাসের মূল কেন্দ্র এবং সেখানে এ পর্যন্ত ১৮ হাজার মানুষ মারা গেছে। সেখানে এত বেশি মাত্রায় মানুষ মারা গেছে যে, প্রশাসন গণকবর দিতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ব্যর্থতার জন্য চরম সমালোচনার মুখে পড়েছেন। এ ব্যর্থতা আসন্ন নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগিরই আমেরিকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা শূণ্যে পৌঁছাবে। এখন ১০ লাখ পার হয়ে যাওয়ার পর সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে ট্রাম্প বলেছেন, বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমেরিকাতে করোনাভাইরাসের পরীক্ষা বেশি হচ্ছে। এজন্য আক্রান্তে সংখ্যা বেশি ধরা পড়ছে।
এমআর