শনিবার, ২৯ জুন ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

এবার রাশিয়ার দুই মন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০
ফাইল ছবি

রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরও দুই মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির নির্মাণমন্ত্রী ও উপমন্ত্রীকে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চীন সীমান্তের এই দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের অধিকাংশই মস্কোর বাসিন্দা। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন। পরে হাসপাতালে ভর্তি হন তিনি।

শনিবার রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনা করছেন।

দেশটিতে প্রত্যেকদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪ এবং মারা গেছেন ১ হাজার ২২২ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১৩ জন।

সূত্র: ডেইলি মনিটর

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com