প্রয়োজনীয় অর্থের অভাবে জোড়া লাগা ডান হাতের আঙ্গুলের চিকিৎসা করাতে পারছে না সাজেদের পরিবার। নীলফামারী জলঢাকা পৌরসভার ৯নং ওয়ার্ড হাজীপাড়া এলাকার বাসিন্দা সে। সাজেদ জন্ম গত-ভাবে প্রতিবন্ধী। তার বর্তমান বয়স ৮ বছর। সাজেদ অসহায় ও দরিদ্র পরিবারে জন্ম।তাই সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার পিতা মোঃ শাহীন পেশায় একজন অটো-ভ্যান চালক। ভ্যান চালিয়ে সংসার চালায়। সারাদিন যা আয় হয় তা দিয়ে তাদের কোন রকম দিন কেটে যায়। এমন অবস্থায় ছেলে সাজেদ জন্মের পর থেকেই ডান হাতের আঙ্গুল গুলো একসাথে জোরা লাগানো। তার চিকিৎসা ব্যয়বহুল। আর আমার তো এতো টাকা নেই যে সন্তানের চিকিৎসা করাবো। তাই সকলের সাহায্যে সহযোগিতা কামনা করেন। এছাড়া জানা যায়, সাজেদের মা নেই। জন্মের পর হতেই তার ডান হাতের পাঁচটি আঙুল জোড়া লাগানো। সে এই জোড়া লাগানো আঙ্গুল নিয়ে সব কাজ করে। সাজেদের পিতা শাহীন আরো বলেন, ‘আমি পেশায় একজন ভ্যান চালক।ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা সংসার খরচই শেষ হয়ে যায়। এখন ছেলের চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছি।