কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ রবিবার সকালে ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ পিপুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, কৃষি অফিসার শায়খুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডা. এনামুল হক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জহুরুল হক, পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার বলেন, সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চালু হয়েছে। যেখানে আগামি ৩০ জুন, ২০২১ এরপর প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, ঘরে বসে সেবা নিন এবং আপনার ভূমি মালিকানা নিষ্কন্টক রাখুন। ১৩জুন থেকে ১৭ জুন জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২১ চলবে।