গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু ও নারী সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক ওয়ারিন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। কর্মশালায় নিরাপদ মাতৃত্ব, করোনা প্রতিরোধে সচেতনা সৃষ্টি, নারী ও শিশুর প্রতি সহিংসতা-বাল্য বিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।