শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

টানা ৩৩তম বাজেট ঘোষণা করলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২০২২ অর্থ বছরে নীলফামারী পৌরসভায় ৪৫কোটি ৭৪লাখ ৩২হাজার ২৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজের টানা ৩৩তম এই বাজেট উপস্থাপন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৫কোটি ৭০লাখ ২৮হাজার টাকা। ২০২০-২০২১ইং অর্থ বছর এবং ২০২১-২০২২ অর্থ বছর নিয়ে বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৪লাখ ১৩হাজার ৪৪৭ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, প্যানেল মেয়র ঈসা আলী ছাড়াও কাউন্সিলরবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাজেট বক্তব্যে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, যখন আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই সে সময়ে ৩ লাখ টাকার বাজেট ঘোষণা করি। আজকে ৩৩তম বাজেটে যা বেড়ে ৪৫কোটিতে পৌঁছেছে। তিনি বলেন, সে সময়ে কোন রাস্তাঘাট পাঁকা ছিলো না কিন্তু আজ শহরের প্রতিটি সড়ক এমনকি গ্রামাঞ্চলের সড়কও পাকা হয়েছে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা হয়েছে। এটি সম্ভব হয়েছে পৌরবাসীর ভালোবাসা আর আস্থার কারণে। অন্যান্যের মধ্যে সাংবাদিক তাহমিন হক ববি, জাতীয় পার্টির নেতা খয়রাত হোসেন, উন্নয়ন কর্মী মিজানুর রহমান লিটু প্রমুখ বক্তব্য দেন। বাজেট ঘোষণার আগে শহর সমন্বয় কমিটির(টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। সভার শুরুতে শহরের প্রয়াত গণ্যমান্য ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com