বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে গত দুই দিনের ভারী বর্ষণে সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করেছে। বৃহ:স্পতি বার সকাল থেকেই পাহাড়ে ভারী বৃষ্টির ফলে ওই পানি নদীতে প্রবাহিত হওয়ায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত দুই দিনের ভারী বৃষ্টিতে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে গাওকান্দিয়া ইউনিয়নের নিন্মঞ্চল গুলো। সমতল ছাড়াও পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। এ সময় নদীতে থাকা বালু উত্তোলনকারী কিছু ড্রেজার ভেসে গেছে। নদীর পানি এ অবস্থায় বৃদ্ধি পেতে থাকলে অন্যান্য এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর, মাছের ঘের, ফসলের মাঠ সহ সবজি বাগান গুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি বৃদ্ধির ফলে আতঙ্কে রয়েছে নিম্নাঞ্চলের মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী মাইকেল প্রদীপ বাউল বলেন, সোমেশ্বরী নদীর ধরনটাই এমন। নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে রাতে যদি আজকের মতো পুনরায় বৃষ্টিপাত শুরু হয়, তাহলে এলাকা প্লাবিত হয়ে আগাম বন্যা দেখা দিতে পারে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীর-উল-আহসান বলেন, পানি বৃদ্ধির খবর পেয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। এলাকায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা কোন প্রকার খাদ্য সমস্যা দেখা দিলে, তা মোকাবেলায় প্রস্তত রয়েছে উপজেলা প্রশাসন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com