শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ৬৮ হাজার ৬৮৯ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

অদৃশ্য শত্রু করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্ব সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। করোনাভাইরাসের আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। এরই মধ্যে ১১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে মৃত্যুর তালিকাতেও শীর্ষে আমেরিকা।

তবে বর্তমানে দেশটিতে মৃত্যুর নিম্নধারা অব্যাহত আছে। চব্বিশ ঘণ্টার হিসেবে এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু দেখল প্রাণঘাতী এই ভাইরাসে নাকাল বিশ্বের ক্ষমতাধর এই রাষ্ট্র।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৬টা) পর্যন্ত কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১,০১৫ জনের, যা একদিনে এক মাসে সবচেয়ে কম মৃত্যু।

তাছাড়া গত কিছুদিন ধরে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা কমতির দিকেই আছে। রবিবার মৃত্যু হয়েছিল ১,৪৫০ জনের; শনিবার ১,৪৩৫ জন। তালিকায় আগে থেকেই শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮,৬৮৯ জন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের পূর্বাভাস, প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার ছাড়াতে পারে। বিজ্ঞানীদের একাধিক গবেষণা বলছে আগামী মাসের দিকেই মৃত্যুর সংখ্যা ১ লাখ স্পর্শ করবে যুক্তরাষ্ট্র।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৯ হাজার ছাড়িয়েছে। তবে আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১১ হাজার।

যুক্তরাজ্য মৃত্যুর তালিকায় আছে তিন নম্বরে, ২৮ হাজার ৭০০। আর আক্রান্তের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ, ১ লাখ ৯১ হাজার।

মৃত্যুর তালিকায় এক সময় দ্বিতীয়স্থানে থাকা স্পেনের বর্তমান অবস্থান চতুর্থ, ২৫ হাজার ৪০০। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানেই রয়েছে দেশটি, ২ লাখ ১৮ হাজার।

মৃত্যু ও আক্রান্ত উভয় তালিকায় পঞ্চমস্থানে আছে ফ্রান্স। মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার।

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে, ৪৬ হাজার ৪০০ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু ১,৫৬৬ জনের।

সোমবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জন, মৃত্যু ১৮২ জনের।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com