মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

এক চার্জে চলবে ৩ দিন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

নকিয়া বাজারে এনেছে এক নতুন চমক। অনেক পুরোনো এই কোস্পানিটি এবার বাজার এনেছে শক্তিশালী এক ব্যাটারির ফোন। মডেল জি ২০। নকিয়া বলছে এই ফোন এক চার্জে টানা তিন দিন চলবে। ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ফোনটির সঙ্গে দেয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার। যার ফলে দ্রুত সময়ে ফোনটি চার্জ হবে। থাকছে নকিয়া জি ২০ মডেলে অ্যানড্রুয়েড ১১ অপারেটিং সিস্টেম। আরো থাকছে দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা। গ্রাহকরা ফোনটিতে পাবেন ২ মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। নকিয়া জি ২০ গ্রেসিয়ার ও নাইট দুটি রঙে পাওয়া যাবে। থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com