প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে হাড়িভাঙা আম উপহার পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরের সময় আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেয়া হয়েছিল, এই আম উপহার সেটাই স্মরণ করিয়ে দিলো। চিঠিতে মোদি আরও উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারিতে নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমুন্নত হয়েছে। করোনাকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যা আমাদের উভয়ের জন্য ভালো।
প্রতি বছর আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছে উপহার হিসেবে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, শেখ হাসিনার উপহারের আম পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ভারতের শীর্ষ নেতাদের জন্য গত ৪ জুলাই বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রী ২ হাজার ৬শ কেজি আম পাঠান।