মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

আলফাডাঙ্গা পৌরসভায় চালু হলো ‘অক্সিজেন ব্যাংক’

গোলাম আজম মনির আলফাডাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনা মহামারিতে অক্সিজেন সেবার লক্ষে আলফাডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভায় চালু হয়েছে ‘অক্সিজেন ব্যাংক’। গতকাল পৌর কার্যলয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার। এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম সুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দীন আহমেদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস শেখ প্রমুখ। এসময় পৌর মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, এ মুহূর্তে করোনা আক্রান্তদের পাশে থাকাই হচ্ছে মহতী কাজ। এ কাজে যে যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসতে হবে। সে লক্ষে আমরা পৌরসভার পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যাবস্থা করেছি। জরুরী রোগীদের প্রয়োজনে রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com