করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই শনিবার দুপুরে জেলা পরিষদ সদস্যদের মাধ্যমে জনসাধারণের মাঝে বিতরণসহ, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ইত্যাদি। এ উপলক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে জেলা পরিষদ বিভিন্ন উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করছে। তারই আওতায় এবার জেলা পরিষদ সদস্যসহ চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবীদের মধ্যে যারা পরিস্থিতি মোকাবেলায় ফ্রন্ট লাইনে কাজ করছে তাদের মাঝে ওইসব সুরক্ষা সামগ্রী বিতরণ- নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এ ধরনের কর্মকা-ে অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, আবু তাহের ও আঞ্জুমান আরা, সদস্য ছানোয়ার হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন চৌধুরী, এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও আয়েশা সিদ্দিকা রূপালী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী জানান, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের পরামর্শেই করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনে কাজ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে ওইসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হলো। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।