শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯০০, মৃত্যু ১৯৫

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

ভারতে ক্রমেই বাড়ছে করোনার প্রাদুর্ভাব। করোন ঠেকাতে ভারত জুড়ে চলছে তৃতীয় পর্যায়ের লকডাউন। তৃতীয় পর্যায়ে রেড জোন নিয়ে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। অথচ তার মধ্যেই দেশটিতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

দেশটিতে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত একদিনে ভারতে ১৯৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ, অর্থাৎ ৩ হাজার ৯০০ জন। একদিনে এত বেশি আক্রান্তের ঘটনা ভয়াবহ পরিণামের ইঙ্গিত দিচ্ছে। কেননা এর আগে সেখানে একদিনে এত মানুষ আক্রান্ত হননি।

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৩৩ জন। তৃতীয় পর্যায়ের লকডাউনের মধ্যেও ক্রমাগত বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যা ভারতে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে।

এদিকে ভারতে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। ভারতে এই মুহূর্তে ১৫০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেও দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে সুস্থতার হার ২৭.৫২ শতাংশ।

ভারতে তৃতীয় দফার লকডাউনে অধিকাংশ বিধিনিষেধ কিছুটা হালকা করা হয়েছে। গত মার্চ মাস থেকে শুরু হওয়া লকডাউনের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে সবথেকে বেশি সংক্রামণ এবং মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে সোমবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৭২ জনের, আক্রান্ত হয়েছিলেন ২৫৫৩ জন।

ভারতের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্র রাজ্যে। তারপরেই রয়েছে গুজরাট এবং দিল্লি।

তবে তৃতীয় দফার লকডাউনের মধ্যে করোনার সংক্রমণ রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়ছে।

এদিকে মঙ্গলবার সর্বশেষ খবরে জানা যায়, ভারতে করোনা হানা দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। যার জেরে মঙ্গলবার সকালেই সিল করে দেওয়া হয়েছে দিল্লির আইন মন্ত্রণালয় শাস্ত্রী ভবনের একাংশ।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com