রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আরও ২২৫ জন করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আগের সব রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে সর্বোচ্চ আরও ২২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মৌলভীবাজার একদিনে এতো শনাক্ত আর হয়নি। একইসাথে এ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। ২৮ জুলাই মঙ্গলবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ। একদিন আগে করোনা শনাক্তের এই হার ছিলো ৪১ দশমিক ৯ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণের হার তেমন পরিবর্তন হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। নতুন শনাক্ত ২২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ১১৯ জন, শ্রীমঙ্গলের ২ জন, কুলাউড়ার ৪৩ জন, কমলগঞ্জের ৩০ জন, বড়লেখার ২১ জন ও রাজনগরের ১০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৫ হাজার ১০৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হওয়া ৭২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৪০ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫ জন, বড়লেখার ১৭ জন ও কুলাউড়ার ১ জন জন রয়েছেন। এতে জেলায় মোট সুস্থ্য হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ জনে। করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণকারী ২ জন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে ৫৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ৩ জন, বড়লেখার ২ জন, কমলগঞ্জের ৩ জন, শ্রীমঙ্গলের ৭ জন, জুড়ীর ৪ এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৩২ জন রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com