রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

বাগানবাড়ি আইডিয়েল একাডেমী এলামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠিত

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

২৮ জুলাই ২০২১ তারিখে রাত ৯ :০০ ঘটিকায়—৮৯ ব্যাচের ছাত্র মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় জনাব আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার মো: জামাল হোসেন নাহিদ কে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়—কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ন আহবায়ক- মো: রফিকুল ইসলাম(৮৯), মো:আবু তাহের(৯০) মোহাম্মদ হোসেন (৯০) মো: মোখলেছুর রহমান (৯০)মো: ফারুক মাহমুদ (৯১) মো: বাবুল হোসাইন (৯২) মো: মনির হোসেন(৯২) ড: নুরুন নাহার নুপুর( ৯৩) আতিকুল ইসলাম সুমন(৯৪) যুগ্ম-সদস্য সচিব- মো: মহসিন মল্লিক (৯৮) যুগ্ম-সদস্য সচিব-মহিউদ্দিন মাহতাব জিকু(৯৮) সন্মানিত সদস্য—আনোয়ার হোসেন বাবু (৯০) মোসলেছুর রহমান(৯০)নাসির জমাদার (৯১) জিয়াউল হক চৌধুরী (৯১) মো: শাহজাহান কবির(৯২) মো: বারিক সরকার (৯২) রিয়াজুল ইসলাম দিপু (৯২) মো: আতাউর রহমান মুক্তার (৯৩) আব্দুস সাত্তার খোকন(৯৩) এড. সোলাইমান ইসলাম (৯৪) মিয়া মেহেদী হাসান রিপন(৯৪) রুপালী আক্তার (৯৪)মো: সোহেল রানা (৯৫) মোস্তাক আহাম্মদ (৯৫) মাহবুবুল আলম হেলাল (৯৫) রহিমা আক্তার (৯৬) নাজমুল হক(৯৬) জহিরুল ইসলাম ভূঁইয়া (৯৬) খোকন মিয়া মিঠু (৯৬) হুমায়ুন কবির ভূঁইয়া (৯৬) সাবিনা ইয়াসমিন মিলি(৯৬) মো: মনির হোসেন (৯৭) জিসান আহাম্মদ (৯৭) সাইফুল ইসলাম মাইনুল(৯৭) মামুন সরকার (৯৭) মুক্তার হোসেন (৯৮) জহির জমাদার(৯৮) ফাহমিদা নাজনিন ডলি(৯৮) শারমিন সুলতানা বেবি(৯৮) সাইফুল ইসলাম শরিফ (৯৯) মিলন মল্লিক (৯৯) মায়া আক্তার (৯৯) হাসান মোল্লা(৯৯) ইকবাল হোসেন (২০০০) আবুল কালাম তুহিন(২০০০) জিয়া উদ্দিন (২০০০)ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন(২০০০) এস এম রুবেল(২০০১) ইকবাল হোসেন মোল্লা (২০০১)রাফিউল (২০০১) ওয়াদুদুর রহমান নোবেল(২০০২) হেলাল জমাদার (২০০২) জাহিদুল ইসলাম ওয়াসিম(২০০৩)মিয়া জিল্লুর আমিন সিজার ইয়াসিন আরাফাত (২০০৪) আরিফুল ইসলাম(২০০৪) মো: রিপন সরকার (২০০৫) মো: ফেরদাউস আলম জমাদার(২০০৬) মেহেদী হাসান (২০০৬) মাহমুদুল হাসান রিগান (২০০৭) সাইফুল ইসলাম(২০০৭) সুফি আহাম্মেদ পারভেজ (২০০৮) ইঞ্জিনিয়ার জিসান আহাম্মদ (২০০৮) মো: সিহাব সরকার(২০০৯),জিএম সোহাগ জমাদার(২০০৯) জিসান আহাম্মদ জমাদার (২০১১) মো: আল আমিন (২০১২) মো: গোলাম কিবরিয়া (২০১২) উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—মজিবুর রহমান, শাহাদাত জমাদার, মুজিব,মইনিদ্দিন মাষ্টার, হাসান সিকদার, ইঞ্জিনিয়ার অহিদুল ইসলাম,ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, জসিম উদ্দিন, মানিক হোসেন বেপারি, আব্দুর রহমান, মো: ফজলুল হক প্রমূখ উল্লেখ্য-১৯৮৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যারা এসএসসি পাশ করেছেন তাদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ ও কমিটি করা হয়েছে। সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com