মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে জনসচেতনতার লক্ষ্যে পৌর যুবলীগের উদ্যোগে মাস্ক ও বৃক্ষ রোপণ করা হয়

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপির নির্দেশনায় জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বৃক্ষ রোপণ করা হয়। করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে পৌর যুবলীগের ১ নং যুগ্ম -আহ্বায়ক মুরাদ মন্ডল। বাসস্ট্যান্ড, আজাদমোড়, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন খোলা দোকানি, পথচারী, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করেন এবং ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন। এ সময় আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক নূর বর্খত রিমন, ২নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, মুরাদ মিয়া, শহীদ আলম, পারভেজ, খোকন, সহেল রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। ১নং যুগ্ম -আহ্বায়ক মুরাদ মন্ডল জানান, ঈদের ছুটিতে অনেক মানুষ ঘর মুখি হয়েছে এবং ছুটি শেষে তারা বিভিন্ন মাধ্যমে সামাজিক দূরত্ব না মেনে তাদের কর্ম স্থলে ফিরছে এতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারনে বিভিন্ন এলাকায় আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com