আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা, হাতিরঝিল এর উদ্যোগে মগবাজার ওয়্যারলেস, গ্রীণওয়ে, নয়াটোলা, মগবাজার চৌরাস্তা, দিলু রোড, ইস্কাটন, বাটারগলি, ডাক্তারগলি, মধ্যপেয়ারাবাগ, পেয়ারাবাগ বাজার, মালিবাগসহ হাতিরঝিল ও মগবাজারের বিভিন্ন মহল্লার পথচারী, ছিন্নমূল মানুষ, শিশু, শ্রমিক, হকার্স ও নিরাপত্তা কর্মীদের মাঝে ০৫ আগস্ট সকাল ৮টায় সংস্থার নির্বাহী সদস্য আবু সাঈদ মণ্ডল, রাশেদুল ইসলাম, শামীম হোসাইন, ইদ্রিস আলী আনসারী ও আশিকুর রহমানের নেতৃত্বে ২০০০ মাস্ক বিতরণ করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আব্দুল বাসির, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেইন, এডভোকেট কাউসার, আব্দুল মজিদ, আজিজুর রহমান মিরাজ, একরামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি