গজারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষ্যে গজারিয়া উপজেলা প্রশাসন, গজারিয়া উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ দোয়া ও আলেচনা সভা আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রথমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া হাইওয়ে ইন রেস্তোরাঁয় আলোচনা সভা শেষে ভবেরচর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা ভাস্কর্য পাদদেশে পুষ্পার্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পার্পণ করা হয়। শেষে প্রতিকৃতিতে পূষ্পার্পণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী ফোরামের সভাপতি খাদিজা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, উপজেলা যুবলীগের জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাজাহান খান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, টেঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, সাবেক ছাএলীগ নেতা আজিজুল হক পার্থ প্রমুখ।