শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

ফুলগাজীতে গণটিকা কার্যক্রমে সহযোগিতায় উপজেলা যুবলীগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

সারাদেশের ন্যায় ফেনীর ফুলগাজী উপজেলার সকল ইউনিয়নে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে করোনা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ফুলগাজী উপজেলার ৬টি ইউনিয়নে নির্দিষ্ট কেন্দ্রে এই গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট (শনিবার) সকাল ৯ টা থেকে আরম্ভ হয়ে বিকাল ৩টা পর্যন্ত এই গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের নিলক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রমে স্বে”ছাসেবক হিসেবে এগিয়ে আসেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। “শেখ হাসিনার উপহার টিকা হবে সুরক্ষার” এই শ্লোগানে সম্মিলিত গেঞ্জি পরিহত উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ স্বে”ছাসেবক হিসেবে কাজ করেন। ফুলগাজী সদর ইউনিয়ন নিলক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাধারন মানুষের উপচেপড়া ভীড়কে শৃংখলাবদ্ধ ভাবে টিকা নিতে সহযোগিতা করেন উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহমদ মিন্টু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান কোম্পানি, সাধারন সম্পাদক রাজিম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এবাদুল্লাহ খানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক জানান, গণশিক্ষা কার্যক্রমে প্রথম পর্যায়ে ফুলগাজী উপজেলা ৬ টি ইউনিয়নে ৩ হাজার ৬শ টি টিকা প্রদান করা হবে। পরবর্তীতে ১৪ আগস্ট থেকে সপ্তাহব্যাপী এই গণশিক্ষা কার্যক্রম চলবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাবরের ন্যায় টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com