সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীর ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

রাজশাহীর ঝালপুকুর আশ্রযণ প্রকল্পের উপকারভোগীদের সাথে আনুষ্ঠানিক ভাবে মতবিনিময় সভা করলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। গতকাল মোহনপুর উপজেলার ঘামিগ্রাম ইউনিয়নের আদিবাসীপাড়া ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্পের আদিবাসী উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালপুকুর আদিবাসী পাড়ায় প্রথম পর্যায়ে ১০টি এবং দ্বিতীয় পর্যায়ে ২০টি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। তবে উপকারভোগী আদিবাসী শ্রী সুনিল সরকার জানালেন, ঝালপুকুরের দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরের মধ্যে প্রতিটি ঘরের তীর ও চাতাল বাবদ প্রায় বার হাজার টাকা খরচ নিজেদেরকেই বহণ করতে হয়েছে এবং এটা নাকি সরকার থেকে বরাদ্দ হয়নি। এছাড়াও ঘরের সোন্দর্য বৃদ্ধি করতে এক একজনকে আরো ৫ থেকে ৮ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। বিষয়টি জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকারকে বারবার মুঠো ফোনে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর ১২ জন আদিবাসী উপকারভোগীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং পিছিয়ে পড়া এ জনগোষ্ঠিকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে উদ্বুদ্ধ করেন। এর আগে বিভাগীয় কমিশনার উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌগাছি প্রাথমিক বিদ্যালয়ে কোভিট-১৯ টিকা কার্যক্রম উদ্বোধন করেন। ঝালপুকুর আদিবাসীদের মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, উপজেলা পরিষদ চেযারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, মৌগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন বিশ^াস, অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামসহ স্থানীয় আদিবাসীরা উপস্থি’ত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com