শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

রান তাড়া করা সবসময়ই কঠিন কাজ: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার সিরিজের চতুর্থ খেলায় ১০৪ রানের মামুলি পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। এদিন টাইগারদের ৩ উইকেটে হারিয়ে সফরে এসে প্রথম জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, রান তাড়া করা সবসময়ই কঠিন কাজ। তাছাড়া এই উইকেটে ম্যাচ জয়ের জন্য ১২০ রান খুব ভালো স্কোর। সেই হিসেবে আমরা ১৫ থেকে ২০ রান কম করেছি।
এ দিন খেলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১০৪ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলেছিল। শেষের দিকে অ্যাস্টন অ্যাগারের ব্যাটে স্বস্তির জয় পায় অজিরা এক ওভার হাতে রেখে, ৭ উইকেট হারিয়ে। ১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী ঘূর্ণি বলে বোল্ড হন অস্ট্রেলিয়ার অধিনায়াক ম্যাথু ওয়েডকে। এরপর অবশ্য সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচের চিত্র বদলে দেন ড্যান ক্রিস্টিয়ান।
দলীয় ৪৭ রানে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ ওপেনার ম্যাকডারমটকে আউট করে। এরপর দ্রুত পড়ে আরো চারটি উইকেট। একে একে বিদায় নেন ড্যান ক্রিস্টিয়ান (১৫ বলে ৩৯ রান, পাঁচ ছক্কা ও এক চার), হেনরিকস (৪), কেরি (১) ও মিচেল মার্শ (১১)। ৬৫ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া তখন চাপে। এরপর অবশ্য দলের হাল ধরেন অ্যাগার ও টার্নার। এই জুটি দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। ৯৯ রানে আউট হন অ্যাগার। শরিফুলের বলে আউট হওয়ার আগে তিনি করেন ২৭ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। জয় নিশ্চিত করেন টার্নার ও টাই জুটি। ২০ বলে ৯ রানে অপরাজিত থাকেন টার্নার। সাত বলে ৪ রানে অপরাজিত থাকেন টাই। এদিনও বল হাতে দারুণ করেন বাংলাদেশের মোস্তাফিজ। ৪ ওভারে এক মেডেনে দেন মাত্র ৯ রান। উইকেট পান দুটি। মেহেদী হাসান ৪ ওভারে ১৭ রানে পান দুটি উইকেট। শরিফুল ও নাসুম পান একটি করে উইকেট। আজ সোমবার মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com