রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আজ বুধবার থেকে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম গ্রহণ করেন হেলাল হাফিজ। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’। কবিতার জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এই জনপ্রিয় কবি।
‘আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি/ নষ্ট ফুলের পরাগ মেখে/পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?/এক জীবনে কতোটা আর নষ্ট হবে,/এক মানবী কতোটা আর কষ্ট দেবে!’। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ ‘তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?/পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।’- ‘যে জলে আগুন জ্বলে’ কাব্য গ্রন্থের প্রস্থান, নিষিদ্ধ সম্পাদকীয় এবং অমীমাংসিত সন্ধি কবিতার এই লাইনগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com