সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

এবার করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার এনকোয়েনি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

এবার করোনায় পজিটিভ হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার সলো এনকোয়েনি। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন স্কটল্যান্ডের মাজিদ হক। এর পর প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে না ফেরার দেশে চলে গেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ।

এই প্রোটিয়া ক্রিকেটার টুইট বার্তায় খবরটা নিশ্চিত করে জানান, ‘গতবছর আমার শরীরে জিবিএস (গুইলিয়ান বারে সিন্ড্রোম) ধরে পড়ে। ১০ মাস এই রোগের বিরুদ্ধে লড়তে হয়েছে আমাকে। কেবলই আধা সুস্থ হয়েছিল। যক্ষা রয়েছে আমার। যকৃত ঠিক মতো কাজ করে না। সঙ্গে কিডনিও নষ্ট। এমন শারীরিক অবস্থায় এবার করোনাভাইরাসে আক্রান্ত হলাম। বুঝতে পারি না, কেন শুধু আমার সঙ্গেই এসব হয়।’

২০১৯ সালে জুলাইতে স্কটল্যান্ডের এবারডিনশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় তার জিবিএস রোগ ধরা পড়ে। এতে তার ইমিউন সিস্টেম নিজের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে। পরের পাঁচ মাস এক স্কটিশ হাসপাতালে চিকিৎসা নেন। যার মধ্যে চার সপ্তাহ ছিলেন কোমায়।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলে খেলা এবারডিন প্রবাসী এনকোয়েনির চিকিৎসা চলছে আছেন এখন এবারডিন রয়্যাল ইনফারমারির আইসিইউ’তে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com