মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

আফগানিস্তানের উপর নিজেদের মতামত চাপিয়ে দেবেন না : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেয়ার পর দেশটি নিয়ন্ত্রণে নেয় তালেবান। এতে তাদের প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার অন্য দেশগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তালেবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেয়া উচিত নয় অন্য দেশগুলোর। শুক্রবার দেশটির রাজধানী মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সাথে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তালিবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সেই অনুযায়ী আমাদের এগিয়ে যেতে হবে।’
এ দিকে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে শুরু হওয়া সমালোচনার জবাবে পুতিন বলেন, ‘বাইরে থেকে জোরজবরদস্তি করে অন্যের উপর রাজনীতি এবং আচরণ সংক্রান্ত নীতি চাপিয়ে দেয়া যায় না।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com