সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে কোভিড-১৯ এর প্রণোদনার ঋণ বিতরণ

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

কালীগঞ্জে করোনার কবলে ক্ষতিগ্রস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কোভিড-১৯ এর প্রনোদনা প্যাকেজে পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতারণ করা হয়েছে। স্বল্প সুদে ওই প্যাকেজের আওতায় এবারে কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মাধ্যমে ১৯ জন উদ্যোক্তাকে ২৭ লাখ ৫০ হাজার টাকা ঋন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসে এক অনুষ্টানের মাধ্যমে এই ঋন বিতরণ করেন প্রধান অতিথি ঝিনাইদহ- ৪ কানীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আাজিম আনার। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানি ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন। এ উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির চৌধুরী, ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এআরডিও মিজানুর রহমান প্রমুখ। পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, মহামারি করোনার কবলে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যাবস্থা করেছেন। এ উপজেলার ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৪৯ লাখ টাকা ঋন বিতরন করা হবে। অদ্য অনুষ্টানের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৯ জন উদ্যোক্তাকে ২৭ লাখ ৫০ হাজার টাকা ঋন দেওয়া হয়। এ পর্যন্ত মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। এ সময় ঋণ পাওয়া উদ্যোক্তরা জানান, করোনার কবলে তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এরিমধ্যে প্রধানমন্ত্রীর স্বল্প সুদে ঋন পাওয়ায় তারা আবার ঘুরে দাড়াতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com