সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কাকডাঙ্গা গ্রামে অবস্থিত পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ শিকদারের অস্থায়ী কার্যালয়ে বসে এলজিএসপি-৩ এর অর্থায়ণে ২৬জন দরিদ্র নারীর মাঝে ২৬টি সেলাই মেশিন ও ১২জন শিক্ষার্থীর মাঝে ১২টি বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ ডিডিএলজি আরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে গোপালগঞ্জের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মোঃ রুকুনুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী সঙ্গিতা বাড়ৈ, প্রণয় মল্লিক, মোরসালিন আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে স্কুলে আসতে ও যেতে প্রায় ২ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ২০ মিনিটে স্কুলে আসা যাওয়া করতে পারবো। আমাদের অতিরিক্ত এই সময়টা এখন আমরা পড়া লেখার কাজে ব্যয় করবো। পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ শিকদার বলেন, বিগত দিনে আমি আমার পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের দরিদ্র জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি। এরই অংশ হিসেবে এলজিএসপি-৩ এর অর্থায়ণে-২৬জন দরিদ্র নারীর মাঝে ২৬টি সেলাই মেশিন ও ১২জন শিক্ষার্থীর মাঝে ১২টি বাইসাইকেল বিতরণ করলাম। আমাদের এ ধরণের কর্মকান্ড আগামীতে অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com