মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

চীনে নতুন করে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসে চীনে দ্বিতীয় দফায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৭ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৮ এপ্রিলের পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

চীনের মূল ভূখণ্ডে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে রোববার নতুন করে আক্রান্তদের মধ্যে সাতজনই বহিরাগত। তারা মঙ্গোলিয়া থেকে ভ্রমণের উদ্দেশে চীনে গেছে। আগের দিনের হিসাব অনুযায়ী, নতুন করে বহিরাগত দু’জন আক্রান্ত হয়েছে।

এদিকে রোববার উহানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ১১ মার্চের পর ওই শহরে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। চীনে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৯১৮ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com