সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সাকিবের আরো একটি ব্যাট নিলামে

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

করোনা মোকাবেলায় অর্থ সাহায্যের জন্য দ্বিতীয় দফায় আবারও একটি ব্যাট নিলামে তুলছেন বাংলাদেশ তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কয়েকদিন আগে ২০১৯ বিশ্বকাপে খেলা প্রিয় ব্যাট নিলামে তুলছিলেন তিনি। বৈশ্বিক টুর্নামেন্টটিতে রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পর তৃতীয় সর্বোচ্চ (৬০৬) রান সংগ্রাহক ছিলেন অন্যতম বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইংল্যান্ড বিশ্বকাপে দলীয়ভাবে বাংলাদেশ ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে সফল ছিলেন সাকিব। বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। সব মিলিয়ে ১১ উইকেট শিকার করেন ঘূর্ণি জাদুকর। তবে বেশি দ্যুতি ছড়ান ব্যাটিংয়ে।

তবে দ্বিতীয় দফায় নিলামে তোলা এই ব্যাটের অন্যতম আকর্ষন হলো জাতীয় দলের ১৫ এর বেশি ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে। যথারীতি এই ব্যাটটিও নিলামে উঠে সাকিবের প্রথম ব্যাট নিলাম আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃপক্ষের ফেসবুক পেইজে। এরইমাঝে শুরু হয়েছে ব্যাটের নিলাম কার্যক্রম, গতকাল (১০ মে) রাতে শুরু হওয়ার নিলাম চলবে আজ (১১ মে) রাত ১১টা পর্যন্ত। এবারের ব্যাটটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এর আগের ব্যাটের ভিত্তিমূল্য ছিলো ৫ লাখ যা নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়।

ব্যাটটিতে স্বাক্ষর আছে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শুভাগত হোম, রুবেল হোসেনসহ আরও কয়েকজন ক্রিকেটারের স্বাক্ষর।

অকশন ফর অ্যাকশনের পক্ষ থেকে নিলামে তোলা প্রত্যেকটি স্মারক বিক্রির অর্থ করোনাভাইরাস মোকাবিলায় অসহায়দের সাহায্য করার কাজে খরচ করা হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com