মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি ও ছড়াকার হাসান মাহমুদ’র তৃতীয় কাব্যগ্রন্থ ‘সঞ্চারী প্রেম’এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠান গতকাল মৌলভীবাজার শহরের দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মিসবাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ফোরাম মৌলভীবাজার এর সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার অ্যাডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের। বিশেষ আলোচক ছিলেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, বিশিষ্ট কবি সাকি সায়ন্ত এবং কবি ওমর ওয়াসী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছড়াকার হাম্মাদ তাহমীম, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, আতাউর রহমান রাহাত, মাসিক ছন্দপাতার সহ-সম্পাদক সৈয়দ রেজওয়ান, ব্যবস্থাপনা সম্পাদক নূহ বিন হুসাইন, সংবাদঘরের সম্পাদক যুবায়ের আহমদ, অনলাইন অ্যাক্টিভিস্ট লাবীব শাহেল এবং মিজানুর রহমান প্রমুখ। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ঘাষফুল প্রকাশন। প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন। ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থে মোট ৩৪টি কবিতা এবং ১৪টি সনেট কবিতা রয়েছে। গ্রন্থটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা এবং বিক্রিত মূল্য ১২৫ টাকা। গ্রন্থটি অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাবে।